তাসকিনের কল্যাণে বাংলাদেশ সারাদিনে নিলো পাঁচ উইকেট
দ্য রিপোর্ট ডেস্ক: টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ নিষ্প্রাণ ড্র হওয়ার পর দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দল। গত বৃহস্পতিবার শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করতে নেমে আজ (শুক্রবার) দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে লঙ্কানরা।
বৃষ্টি আর আলোক স্বল্পতায় দুই দফা খেলা বন্ধ থাকায় নির্দিষ্ট ওভারের থেকে আজ ২৪ ওভার কম খেলা হয়। দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৪৬৯ রান।
শতক হাঁকানো দুই ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নের ১৪০ ও দিমুথ করুনারত্নের ১১৮ রানের সঙ্গে ওশাদা ফার্নান্দোর ৮১ ও নিরোশান ডিকওয়েলার অপরাজিত ৬৪ রানের কল্যাণে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৪৬৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে অনবদ্য বোলিংয়ে ৩ উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।
(দ্য রিপোর্ট/আরজেড/৩০ এপ্রিল, ২০২১)