৬০ লাখ টাকার নতুন গাড়ি কিনলেন মাহিয়া মাহি
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির ঘরে এসেছে নতুন গাড়ি। অন্তর্জালে সেই খবর নিজেই জানিয়েছেন নায়িকা। সাদা রঙের মাহির নতুন গাড়িটি টয়োটা হ্যারিয়ার। ২০১৫ সালের অ্যালভ্যান্স প্রিমিয়ার মডেল এটি।
বর্তমানে বাংলাদেশে গাড়িটির বাজারমূল্য ৬০ লাখ টাকার কাছাকাছি। একাধিক গাড়ি বিক্রয়-প্রতিষ্ঠান সূত্রে এনটিভি অনলাইন এই তথ্য নিশ্চিত হয়েছে।
জানা গেছে, এর আগে মাহি মিৎসুবিশির ল্যানসার ইএক্স মডেলের গাড়ি ব্যবহার করতেন।
সবশেষ মাহিয়া মাহি অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নবাব এলএলবি’। গেল বছরের ১৬ ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাওয়া এই সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করেছিলেন শাকিব খান। বর্তমানে মাহি আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/০১ মে, ২০২১)