লাঞ্চের আগে বাংলাদেশি স্পিনাররা তুললেন ৪ উইকেট
দ্য রিপোর্ট ডেস্ক: সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা। লাঞ্চ বিরতিতে যাবার আগে লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ১৭২ রান। ক্যান্ডিতে ৪১৪ রানের লিড পেয়েছে স্বাগতিকরা ।
রোববার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ২ উইকেটে ১৭ রান নিয়ে ব্যাট করতে নামেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিমুথ করুণারত্নে।
দলীয় ৩৯ রানে তাইজুলের বলে ফিরে যান ম্যাথুজ। ৩৫ বলে ১২ রান করে বদলি ফিল্ডার ইয়াসির আলীর হাতে ধরা পড়েন তিনি।
এরপর ধনঞ্জয়া ডি সিলভাকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করেন করুণারত্নে। তবে প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান করুণারত্নে থামেন ৭৮ বলে ৬৬ রান কনে। দলীয় ১১২ রানে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ হোসেনের বলে।
এদিকে ৫২ বলে ৪১ রান করে বিদায় নেন ডি সিলভা। মেহেদী হাসান মিরাজের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি।
অন্যদিকে ৩১ বলে ২৪ রান করা পাথুম নিশানকা তাইজুলের বদলে শরিফুল ইসলামের হাত ক্যাচ তুলে দেন।
বিরতিতে যাবার আগে ২২ বলে ২৩ রান করেছেন নিরোশান ডিকভেলা। ক্রিজে রয়েছেন ৬ বলে ২ রান করা রমেশ মেন্ডিস।
নিজেদের প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ে মাত্র ২৫১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তার আগে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে করুণারত্নের দল।
(দ্য রিপোর্ট/আরজেড/০২ মে, ২০২১)