বিএসএমএমইউ হাসপাতালের পরিচালককে হত্যার হুমকি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বঙ্গবন্ধু শেষ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল মজিদ ভূঁইয়াকে হত্যা ও হাসপাতালে নাশকতার ঘটানো হবে বলে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা।
সোমবার ১৮ দলের ডাকা ৮৪ ঘন্টার হারতালে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও সেবার মান নিয়ে কথা বলার সময় পরিচালক আবদুল মজিদ দিরিপোর্ট২৪ ডটকমকে একথা জানান।
তিনি বলেন, ‘আমাকে হত্যার হুমকি দিয়ে প্রতিদিনই এসএমএস করছে দুর্বৃত্তরা। আজও আমার ফোনে এসএমএস করে জানানো হয়েছে যে কোন সময় আমাকে কাফনের কাপড় পাঠানো হবে। এমন হুমকি শুরু হয়েছে গত ৬০ ঘণ্টার প্রথম দফার হরতাল থেকে। আমার অফিসের ও ব্যক্তিগত মোবাইলে ফোন এবং এসএমএস করে আমাকে হত্যার হুমকি প্রদান করেছে কিছু দুর্বৃত্ত। বিষয়টি আমি স্পেশাল ব্রাঞ্চ, পুলিশের গোয়েন্দা শাখাসহ অন্যান্য নিরাপত্তা বিভাগের জানিয়েছি। তবে এব্যাপারে থানা কোন জিডি করি নাই। গোয়েন্দা বিভাগ নম্বরগুলো নিয়ে তদন্ত করছে বলে আমাকে নিশ্চিত করেছে।’
আবদুল মজিদ বলেন, ‘এই হাসপাতালের প্রিজন সেলে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত দুইজন ভিআইপি কয়েদি রয়েছেন। এছাড়া দুর্নীতির অভিযোগসহ অন্যান্য অপরাধে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত কয়েদিদের নিয়মিত এখানে আনা-নেওয়া করা হয়। এসব রোগীদের নিরাপত্তার কথা চিন্তা করে হাসপাতালে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘আজকের এসএমএসে হাসপাতালের পরিবহনের ব্যবহৃত গাড়িগুলোকে গান পাউডার দিয়ে জ্বালিয়ে দেয়ারও হুমকি দেয়া হয়েছে।’
মজিদ বলেন, ‘হাসপাতালে বেশ কয়েকটি স্পট অত্যন্ত স্পর্শকাতর। বিশেষ করে অক্সিজেন কম্প্রেসার প্ল্যান্ট, জেনারেটর রুম, ওষুধ গুদাম, গাড়ির পার্কিংয়ের জায়গা ও প্রিজন সেল। গত হরতালে হঠাৎ করেই প্রিজন সেল এলাকায় গ্যাসের লাইনে আগুন ধরে লাগার ঘটনা ঘটে। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি বলেন, ‘অক্সিজেন প্ল্যান্টে যদি কোনভাবে আগুন লাগার ঘটনা ঘটে, তাহলে প্ল্যান্টটি অ্যাটম বোমের মতো বিস্ফোরণ ঘটবে। আর এতে শুধু বিশ্ববিদ্যালয় না, বারডেমসহ শাহবাগের অনেক স্থানের ক্ষতি হবে। এজন্য আমরা অক্সিজেন প্ল্যান্টটি এক প্লুটন আর্মস পুলিশের পাহারা বসিয়েছি। এছাড়া প্রিজন সেলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজসার্কিট ক্যামেরার নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।’
(দিরিপোর্ট২৪/আরএইচ/জেএম/নভেম্বর ১১, ২০১৩)