দিরিপোর্ট২৪ ডেস্ক : আগামী ৯ ডিসেম্বর বিচারের সম্মুখীন করা হবে মিশরের মুসলিম ব্রাদার হুডের সাবেক শীর্ষ নেতাদের। এ সকল নেতাদের মধ্যে দলটির শীর্ষ নেতা মোহাম্মদ বাদিসহ আরো ১৪ জনের নাম রয়েছে।

গত জুলাই মাসে সংঘর্ষে উসকানি দান এবং বিক্ষোভকারীদের হত্যার অভিযোগের ভিত্তিতে বিচারের এ নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত।

কায়রোর আপিল আদালত জানায়, ইসলামী দলটির সাবেক নেতাদের বিরুদ্ধে এল-বাহর আযামে দাঙ্গা চলাকালীন সময়ে সংঘর্ষে উসকানি দান এবং বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ আনা হয়েছে। এসব নেতাদের মধ্যে মোহাম্মদ এল-বেলত্যাগি, ইসাম এল ইরাইয়ান, এবং সাফওয়াত হেজাযিও রয়েছেন।

নিরাপত্তা বাহিনী ও মুরসির সমর্থকদের মধ্যে গত ১৫ জুলাই সংঘঠিত ওই দাঙ্গায় পাচঁজন মারা যায় এবং শতাধিক লোক আহত হয়।

এছাড়াও বিচার ক্ষমতাকে অপব্যবহার করার দায়ে ব্রাদারহুডের আরেক শীর্ষ নেতা মাহদি মোহাম্মদ আকেফকেও একই তারিখে বিচারের সম্মুখীন করার নির্দেশ দিয়েছে আদালত।

(দিরিপোর্ট/এআইএম/জেএম/নভেম্বর ১১, ২০১৩)