দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বজুড়ে মহামারিতে মোট প্রাণহানি ছাড়ালো ৩৩ লাখ। দিনে আরও ১০ হাজারের মতো মানুষ মৃত্যুবরণ করেছে করোনায়। গোটা সপ্তাহের তুলনায় রোববার সব দেশেই মৃত্যু আর সংক্রমণ শনাক্তের হার কিছুটা নিম্নমুখী।

ব্রাজিলে দিনে ৩৪ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ৯৩৪ জন। যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত্যু ছিলো পৌনে তিনশো, মোট প্রাণহানি ৬ লাখের কাছাকাছি। রোববারও ৫শ’র কাছাকাছি মৃত্যু দেখলো কলম্বিয়া। লাতিন দেশটিতে লাফিয়ে বাড়ছে করোনার বিস্তার।

সময়ের সাথে, ইরানে ভয়াবহ রূপ নিচ্ছে মহামারি। রোববারও ৪শ’র কাছাকাছি মানুষের প্রাণহানি হয়েছে দেশটিতে। দিনে বিশ্বজুড়ে পৌনে ৭ লাখ নতুন সংক্রমণ শনাক্ত হলো। এ পর্যন্ত সংক্রমিত ১৫ কোটি ৯০ লাখের মতো।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ মে, ২০২১)