দ্য রিপোর্ট প্রতিবেদক: যানবাহন আর মানুষের ভিড়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে এখন তিল ধারণের ঠাঁই নেই। আজ ভোর থেকেই  ঘাটে বাড়তে থাকে শিকড়ের টানে বাড়ি ফিরতে থাকা মানুষের ঢল। করোনাকালীন সময়ে এই জনস্রোত ঠেকাতে প্রশাসনের কোন পদক্ষেপই কাজে লাগছে না।

গণপরিবহণ বন্ধ রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকার পরও হাজার হাজার মানুষ বিভিন্নভাবে ঘাটে আসছে।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ জানান, মঙ্গলবার গভীর রাত থেকেই ঘাটে ঘরমুখো মানুষের চাপ। যাত্রীর চাপে কোনো পরিকল্পনাই ঠিক রাখা যাচ্ছে না। কোনোভাবে ঠেকানো যাচ্ছে না জনস্রোত।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ মে, ২০২১)