দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের অদূরের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার কাবুল পুলিশ এ তথ্য জানিয়েছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামাজ জানিয়েছেন, নিহতদের মধ্যে মসজিদের ইমামও আছেন। আহত হয়েছেন ১৫ জন।

এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেননি। তালেবান ইতিমধ্যে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তাই সরাসরি তাদের এই ঘটনার জন্য দায় দেয়া যাচ্ছে না।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটিতে দ্বিতীয়বার ভয়াবহ হামলার ঘটনা ঘটল। এর আগে একটি স্কুলে হামলা চালিয়ে ৮০ জনকে হত্যা করা হয়।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সরকার সামনের চার মাসের মধ্যে তাদের সব সেনা সরিয়ে নিচ্ছে। বাইডেনের পক্ষ থেকে এমন ঘোষণা আসার পরেও সংঘর্ষ থেমে নেই।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ মে, ২০২১)