রোজিনার মুক্তি নিয়ে ৩ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন সাংবাদিক নেতারা
দ্য রিপোর্ট প্রতিবেদক: সাংবাদিকদের কয়েকটি সংগঠন যৌথভাবে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এই দাবি নিয়ে তারা আগামীকাল রোববার সরকারের তিনজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সাংবাদিক নেতারা আশা করছেন, আগামীকাল রোববার রোজিনা ইসলাম জামিনে মুক্ত হবেন।
জামিনের আদেশের দিন ধার্য থাকায় কাল পর্যন্ত আজকের বৈঠক মুলতবি থাকবে। জাতীয় প্রেসক্লাবে বৈঠক শেষে এসব তথ্য জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান।
এ সময় আরো বক্তব্য দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান রেজোয়ানুল হক।
বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা।
(দ্য রিপোর্ট/আরজেড/২২ মে, ২০২১)