২২০০ শতাংশ মুনাফা ম্যাকসন্স স্পিনিংয়ের !
দ্য রিপোর্ট প্রতিবেদক: চোখ কপালে ওঠার মতোই বিষয়। ২২০০ শতাংশ মুনাফা বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যাকসন্স স্পিনিংয়ের। চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) এই পরিমান মুনাফা করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১)কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা। যা আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.০৫ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ১.১০ টাকা বা ২২০০ শতাংশ বেড়েছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি০.৬৪ টাকামুনাফা (ইপিএস) হয়েছে যা আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.০৩ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফাবেড়েছে ০.৬১ টাকা বা ২০৩৩ শতাংশ ।
২০২১ সালের ৩১ মার্চ নাগাদ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) ১৯.২৬ টাকায় ঠেকেছে ।
দ্য রিপোর্ট/এএস/ ২৭ মে ২০২১