দ্য রিপোর্ট প্রতিবেদক: এই সিরিজকে সামনে রেখে চারটি মাইলস্টোনের সামনে দাঁড়িয়েছিলেন সাকিব আল হাসান। প্রথমটি আইসিসি স্বীকৃত ক্রিকেটে এক হাজার উইকেট। দ্বিতীয়টি আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজারী ক্লাবের ক্লাবের সদস্যপদ।

তৃতীয়টি মাশরাফিকে টপকে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বোলারদের সিংহাসনে আরোহন। চতুর্থটি হচ্ছে ওয়ানডে ক্রিকেটে এক ভেন্যুতে সর্বাধিক উইকেটে সারজায় ওয়াসিম আকরামের রেকর্ডকে পেছনে ফেলা।

সিরিজের প্রথম ম্যাচে কুশল মেন্ডিজকে শিকারে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে হাজার উইকেট পূর্ন করেছেন। তিন ফরমেটের ক্রিকেটে ১২ হাজার রান থেকে ৬৭ রান দূরে থেকে সিরিজটি শুরু করেছিলেন সাকিব।

তবে প্রথম ম্যাচে ১৫ এবং দ্বিতীয় ম্যাচে ০ রানে আউট হওয়ায় বেড়েছে সাকিবের প্রতীক্ষা। চলমান সিরিজে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলতে শুক্রবার করতে হবে তাকে ৫২টি রান। তা সম্ভব হলেই দক্ষিণ আফ্রিকার লিজেন্ডারি অল রাউন্ডার জ্যাক ক্যালিসের (৫১৯ ম্যাচে ৫৭৭উইকেট, ২৫৫৩৪ রান) পর দ্বিতীয় অল রাউন্ডার হিসেবে সাড়ে পাঁচশ উইকেটের পাশে ১২ হাজার রানের ক্লাবে বিরল কৃতিত্ব গড়তে পারবেন তিনি।

তৃতীয়টি মাশরাফিকে টপকে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বাধিক সংখ্যক উইকেট। চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার নিশাঙ্কা ও ধনঞ্জয়াকে শিকার করে ওয়ানডে ক্রিকেটে এক ভেন্যুতে সর্বাধিক উইকেটের রেকর্ডে সারজায় (৭২ ম্যাচে ১২২ উইকেট) ওয়াসিম আকরামের কৃতিত্বকে ছুঁয়েছেন সাকিব মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে (৮৪ ম্যাচে ১২২ উইকেট)।

সেই ম্যাচেই বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারে মাশরাফির কৃতিত্বকে (২১৮ ম্যাচে ২৬৯ উইকেট) ছুঁয়েছেন সাকিব (২১১ ম্যাচে ২৬৯ উইকেট)।

সিরিজের শেষ ম্যাচে ২টি রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান। শুক্রবার একটি উইকেট পেলে ২টি রেকর্ডে ইতিহাস রচনা করবেন এই বাঁ হাতি স্পিন অল রাউন্ডার। সারজায় ১৯৮৯ থেকে ২০০২, এই ১৩ বছরে একক কোন ভেন্যুতে সর্বাধিক ১২২ উইকেটের রেকর্ড ছিল পাকিস্তানের লিজেন্ডার ফাস্ট বোলার ওয়াসিম আকরামের।

শু্ক্রবার প্রিয় ভেন্যু শের-ই-বাংলা স্টেডিয়ামে সেই বিশ্বরেকর্ড ভেঙ্গে দেয়ার হাতছানি দিচ্ছে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক ২৬৯ উইকেটের রেকর্ডটা এতোদিন ছিল মাশরাফির। ২০২০ সালের মার্চে অধিনায়কত্ব থেকে ফেয়ারওয়েল পাওয়া মাশরাফিকে দলের বাইরে ১৪ মাস রাখায় পেছন থেকে মাশরাফিকে ছুঁয়ে ফেলেছেন সাকিব। এখন বাংলাদেশের সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কের বোলিং শ্রেষ্ঠত্বেকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি তার সামনে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালওয়াশে খেলবেন, বৃহস্পতিবার ভক্তদের এই সুখবর দিয়েছেন। এখন সাকিব ভক্তরা তাকিয়ে তার ৩টি ইতিহাস রচনার দিকে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ মে, ২০২১)