সুশান্তের মৃত্যু রহস্য: গ্রেপ্তার হলেন বন্ধু সিদ্ধার্থ
দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডের অকাল প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তে নতুন মোড় এসেছে। গ্রেপ্তার করা হয়েছে সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে। ২৮ মে, শুক্রবার ভারতের হায়দরাবাদ থেকে তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
এনসিবির কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে সংবাদমাধ্যমকে জানান, খুব শিগগিরই তাকে আদালতে তোলা হবে।
জানা যায়, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর তাকে প্রথম দেখতে পেয়েছিলেন সিদ্ধার্থ পিঠানি। পুলিশকে না-কি তিনিই খবর দিয়েছিলেন। অতীতেও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল এনসিবি এবং সিবিআই।
তখন সিদ্ধার্থ জানিয়েছিলেন, গত বছর জানুয়ারি থেকে সুশান্তের সঙ্গে মুম্বাইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি। কিছুদিন আগে বিয়ে করেছেন সিদ্ধার্থ।
তদন্ত কর্মকর্তারা জানান, অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীরও ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেছিলেন সিদ্ধার্থ। সুশান্তের মৃত্যুর পর অভিনেত্রী রিয়া চক্রবর্তীর কল রেকর্ড থেকে দেখা গিয়েছিল, ঘটনার বছর সিদ্ধার্থের সঙ্গে প্রায় ১০০ বার কথা হয়েছে রিয়ার।
এদিকে সুশান্তের মৃত্যুর পর বলিউডে মাদকের খবর সামনে আসে। এসব ঘটনায় তদন্তে নামে এনসিবি। গ্রেফতার করা হয় আরও কয়েকজনকে।
উল্লেখ্য, গত বছরের ১৪ জুন মুম্বাইয়ে বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার আকস্মিক এই মৃত্যুতে হতবাক হয়ে যায় সবাই। রহস্যজনক সেই মৃত্যুর তদন্ত এখনো শেষ হয়নি।
(দ্য রিপোর্ট/আরজেড/২৮ মে, ২০২১)