বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মোট ৫ হাজার ৩৩৫ পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
শনিবার (২৯ মে) রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
২০২০ সালের ১৯ ডিসেম্বর ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১৩ হাজারের মতো শিক্ষানবীশ আইনজীবী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন।
এর বাইরে ২৩০ পরীক্ষার্থীর খাতা থার্ড এক্সামিনারের সিদ্ধান্তের জন্য ফল ঘোষণা স্থগিত রয়েছে এবং একজনের পরীক্ষার ফল উইথহেলড রাখা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/৩০ মে, ২০২১)