দ্য রিপোর্ট প্রতিবেদক:  এক্সিম ব্যাংক লিমিটেডের ৫শ কোটি টাকার  মুদারাবা  বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) 

রোববার (৩০ মে)  বিএসইসি ৭৭৫তম কমিশন সভায় ব্যাংকটিকে এই অনুমোদন দেওয়া হয়।

বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট, মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড।এই বন্ডের প্রতি ইউনিট/লটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ডটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইসুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাষ্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে বলে জানা গেছে।

বন্ডের কুপন রেট ইসলামী ব্যাংকসমূহের স্থায়ী আমানত হিসাবের লভ্যাংশের ৬ মাসের গড় এর সাথে অতিরিক্ত মার্জিন ২ শতাংশ যোগ করে নির্ধারণ করা হবে।

বন্ডের এর ট্রাস্টির দায়িত্ব পালন করবে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ম্যানেজার হিসেবে কাজ করছে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড।

দ্য রিপোর্ট/এএস/৩০মে ২০২১