ইবিএলের ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
দ্য রিপোর্ট প্রতিবেদক: সর্বশেষ বছরের জন্য ঘোষিত ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) শেয়ারহোল্ডাররা। ৩০ মে, রোববার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ২৯তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেওয়া হয়।
ইবিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।সভায় অংশগ্রহণকারী বিপুল সংখ্যক শেয়ারধারী উপস্থাপিত সকল এজেন্ডা অনুমোদন করেন।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ নগদ ও ১৭.৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল ইবিএল, যা আজকের এজিএমে অনুমোদন পেয়েছে।
দ্য রিপোর্ট/এএস/৩০মে ২০২১