দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে সরিষা দানার ঘোষণা দিয়ে আনা আমদানি নিষিদ্ধ ৪২ টন আফিম তৈরির উপকরণ পপি বীজ জব্দ করেছে কাস্টমস সদস্যরা। মালয়েশিয়া থেকে সরিষার কনটেইনারে করে এই চালান নিয়ে আসা হয়।

সোমবার (৩১ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক ল্যাব থেকে এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়ার পর আজ তা প্রকাশ করে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে ১৮ এপ্রিল পপি বীজের চালানটি আটক করে এর খালাস স্থগিত করে ল্যাব টেস্টের জন্য পাঠায় চট্টগ্রাম কাস্টমস।

চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন এন্ড রিচার্স (এআইআর) শাখার সহকারি কমিশনার রেজাউল করিম জানান, পপি বীজ দেশে আমদানি পুরোপুরি নিষিদ্ধ। মাদকের কাঁচামালের চালান দেশে আনার সঙ্গে সংঘবদ্ধ কোনো চক্র জড়িত বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, আজমিন ট্রেড সেন্টার নামে ঢাকার একটি প্রতিষ্ঠান সরিষা বীজের ঘোষণায় মালয়েশিয়া থেকে দুই কনটেইনার পণ্য আমদানি করে। তাদের সিএন্ডএফ এজেন্ট হটলাইন কার্গো ইন্টারন্যাশনাল পণ্য চালানটি খালাসের গত ১৮ এপ্রিল বিল অব এন্ট্রি কাস্টমসে দাখিল করে। সরিষা বীজের শুল্ক বাবদ ১ লাখ ৪২ হাজার ৪৯৭ টাকা টাকা পরিশোধ করে।

কাস্টমস কর্মকর্তা রেজাউল বলেন, ‘কায়িক পরীক্ষায় আমরা পপি বীজের উপস্থিতি প্রাথমিকভাবে নিশ্চিত হয়। নমুনা পাঠাই বন্দরের কোয়ারেন্টিন অফিসে। তারাও একই মত দেয়, কিন্তু বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত না হওয়ায় লিখিত কোনো মত দেয়নি।

পরীক্ষায় দেখা গেছে, আমদানিকারকের ঘোষিত ৫৪ টন সরিষা বীজের জায়গায় এসেছে মাত্র ১২ টন। বাকি ৪২ টন আমদানি নিষিদ্ধ পপি বীজ। একই রকমের বস্তায় ওপরে সরিষার বীজ রেখে ভেতরে নেওয়া হয় পপি বীজ।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০১ জুন, ২০২১)