মিয়ানমারে সেনা অভ্যুত্থানের চার মাস পরও জান্তাবিরোধী বিক্ষোভ অব্যাহত
দ্য রিপোর্ট ডেস্ক: মিয়ানমারে সেনা অভ্যুত্থানের চার মাস হলেও এখনও সামরিক সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত। ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থান হয়েছে মিয়ানমারে। এখন পর্যন্ত থামছে না সামরিক সরকারবিরোধী বিক্ষোভ। মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে, মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় লাউং লোন শহরে পদযাত্রা করছে জান্তাবিরোধী বিক্ষোভকারীরা। দেশটির অনলাইন পত্রিকা 'মিয়ানমার নাউ' এর পোস্ট করা ছবিতে ইয়াঙ্গুনের কামায়ুত জেলায় একদল তরুণকে বিক্ষোভ করতে দেখা গেছে। তাদের ব্যানারে লেখা ছিল, আন্দোলন শেষ হয়ে যায়নি। আমাদের পালা এখনও বাকি।
মিয়ানমারে জান্তাবিরোধীদের গড়ে তোলা জাতীয় ঐক্য সরকাকে সমর্থন দিচ্ছে এসব জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর মিলিশিয়ারা। সেনাবাহিনীর ওপর জোর হামলা শুরু করেছে তারা। সেনাবাহিনীও ভারি অস্ত্রের পাল্টা হামলা চালাচ্ছে, বিমান হামলা করছে। এ হামলা থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ।
(দ্য রিপোর্ট/আরজেড/ ০১ জুন, ২০২১)