সিরাজগঞ্জে বিএনপি নেতা আটক
সিরাজগঞ্জ সংবাদদাতা : বিএনপির ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রবিবার সিরাজগঞ্জ পুলিশ ও ১৮ দলীয় নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
নাশকতার আশংকায় সোমবার ভোরে সদর উপজেলার কড্ডা থেকে পৌরসভার ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল আলমকে (৪৫) আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের নিউ ঢাকা রোডের রেলগেট এলাকায় সোমবার ভোর ছয়টায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থনকারীরা।
সমাজকল্যান মোড়ের রাস্তায় টায়ার জ্বালিয়ে সকাল সাতটায় সড়ক অবরোধ করে বিএনপি-জামায়াত কর্মীরা। এসময় একটি মিছিলও বের করে তারা।
পুলিশ ঘটনাস্থলে পৌছে হরতালকারীদের ছত্রভঙ্গ করতে পাঁচ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হরতালে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরাও টহল দিচ্ছে।
(দিরিপোর্ট২৪/এসআর/এমএইচও/জেএম/নভেম্বর ১১, ২০১৩)