কান অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের চলচ্চিত্র
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে আমন্ত্রণ পেয়েছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ’র চলচ্চিত্র। নাম ‘রেহানা মরিয়ম নূর’।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাধঁন। ২০১৬ সালের ‘লাইভ ফ্রম ঢাকা’ চলচ্চিত্রের পর এটি সাদ’র ২য় ছবি।
প্রাইভেট মেডিকেল কলেজের একজন শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এই ছবির গল্প।
পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এবং সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার।
ছবিটির সিনেমাটোগ্রাফার তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল ও সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। ছবিটি সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রডাকশন।
চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ অনেকে।
এরই মধ্যে ছবিটি ইন্টারন্যাশনাল সেলস্ এর জন্য জার্মান ভিত্তিক সেলস্ এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ফিল্মস বুটিক চুক্তবদ্ধ হয়েছে।
জানা গেছে, আসছে ৬ জুলাই থেকে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হবে বিশ্বের প্রথম সারির আর্ন্তজাতিক এই চলচ্চিত্র উৎসব।
(দ্য রিপোর্ট/আরজেড/ ০৪ জুন, ২০২১)