পাক টিভি সিরিজে রবীন্দ্রসঙ্গীত, সম্প্রীতির সুরে মুগ্ধ বাঙালিরা
দ্য রিপোর্ট ডেস্ক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মের দ্যুতি বিশ্বব্যাপী সমাদৃত। যে কারণে তিনি বিশ্বকবি। বাঙালির অস্তিত্বে সবসময়ই সমান প্রাসঙ্গিক নোবেলজয়ী এই সাহিত্যঋষি। রবি নামের আলো বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হলেও প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে তিনি অনেকটা অবহেলিত, সাম্প্রদায়িক রেষারেষিতে।
তবে এবার শোনা গেলো সম্প্রতি সুর। হ্যাঁ, পাকিস্তানি টেলিভিশন সিরিজ ‘দিল ক্যায়া করে’তে একবার নয়, একাধিকবার বেজেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার পরাণ যাহা চায়’ শীর্ষক গানটি। সম্প্রতির এই বিষয়টি নজরে আসতেই নেট দুনিয়ায় ব্যাপক চর্চিত হচ্ছে পাকিস্তানি সিরিজটি।
২০১৯ সালে জিও টিভিতে সম্প্রচারিত হয়েছিল মেহরীন জব্বার পরিচালিত এই সিরিজ। ‘দিল ক্যায়া করে’ নামের সিরিজটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ফিরোজ খান এবং জুমনা জায়েদী। আর কবিগুরুর ‘আমার পরাণ যাহা চায়’ গানটি গেয়েছেন শর্বরী দেশপাণ্ডে।
৩০ পর্বের এই ড্রামা ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম এমএক্স প্লেয়ারে স্ট্রিমিং মজুত রয়েছে। পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত তারকা শাদাজ আলি এই সিরিজের সঙ্গীতায়োজন করেছেন। শর্বরী দেশপাণ্ডের গাওয়া এই রবীন্দ্রসঙ্গীটি রয়েছে সিরিজের সাউন্ডট্র্যাকের তালিকায়ও।
আরমান ও আইমানের প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দিল ক্যায়া করে’। আমেরিকাফেরত গল্পের নায়িকা আইমান’কে একইসঙ্গে ভালোবেসে ফেলবেন ছেলেবেলার অভিন্ন হৃদয়ের দুই বন্ধু আরমান ও সাদি। শুরুতে আইমানের মনে জায়গা করে নেবে সাদি। স্বাভাবিকভাবেই নিজের মনের অনুভূতি ভুলে বন্ধুর খুশিতেই উচ্ছ্বসিত হবে আরমান। কিন্তু এই ত্রিভুজ প্রেমের কাহিনি কেমনভাবে নতুন মোড় নেবে, তা নিয়েই এগোতে থাকে এই সিরিজ।
(দ্য রিপোর্ট/আরজেড/ ০৪ জুন, ২০২১)