দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও ৩০ কোম্পানি থেকে ফ্লোর প্রাইস  প্রত্যাহার করে  একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী রোববার (৬ জুন) থেকে কমিশনের এই সিদ্ধান্ত  কার্যকর হবে।

 

ফ্লোর প্রাইজ তুলে নেওয়া কোম্পানিগুলোর দর পতন হতে পারবে দিনে সর্বোচ্চ ২ শতাংশ এবং উত্থানের হার ১০ শতাংশ হতে পারবে - এমন নির্দেশনা দিয়েকোম্পানিগুলোর সার্কিট ব্রেকারে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

৩০ কোম্পানি হলো –কোহিনুর কেমিক্যাল,মুন্নু এগ্রো, বাটা সু, , নর্দার্ণ জুট, স্ট্যান্ডার্ড সিরামিক, ওয়াটা কেমিক্যাল, সোনালী পেপার, এপেক্স ফুটওয়্যার, কেঅ্যান্ডকিউ, বিডি অটোকার্স, স্টাইলক্রাফট, জেমিনি সী ফুড, ইস্টার্ন কেবলস, এপেক্স স্পিনিং, মুন্নু সিরামিক, বঙ্গজ, সিভিও পেট্রোমেকিক্যাল, এটলাস বাংলাদেশ, এপেক্স ট্যানারি, সমতা লেদার, ন্যাশনাল টিউবস, আজিজ পাইপস, সী পার্ল, হাক্কানি পাল্প, ওরিয়ন ইনফিউশন, লিগ্যাসি ফুটওয়্যার, এসকে ট্রিমস, ন্যাশনাল পলিমার,রেনউইক যজ্ঞেশ্বর এবং ড্যাফোডিল কম্পিউটার্স।

দ্য রিপোর্ট/এএস/৪জুন ২০২১