দ্য রিপোর্ট প্রতিবেদক:সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের বড় উত্থান দেখলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।এদিন ডিএসইতে লেনদেন আড়াই হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে যা গত দশ বছরের মধ্যে সর্বোচ্চ । তবে, লেনদেনের বাড়বাড়ন্তের দিনে সূচক কমেছে।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেনের বড় উত্থান দেখা গেছে, তবে সূচকের পতন হয়েছে অতি সামান্য ।  ডিএসই ও সিএসই  সূত্রে এ তথ্য জানা গেছে।  

 

 

 

এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন হয় ২ হাজার ৬৬৯ কোটি ৩৮ লক্ষ টাকার শেয়ার ও ইউনিট,যা গত দশ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনএর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে ২ হাজার ৭১০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২হাজার ১৮২ কোটি টাকা । এ হিসেবে আজ গত কার্যদিবসের চেয়ে ৪৮৭ কোটি ৩৮ লক্ষ টাকা বেশি লেনদেন হয়েছে।

রোববার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৮ পয়েন্টে । অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৯৯ পয়েন্টে । অন্য সূচক, ডিএসএই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২২২ পয়েন্ট।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৬৬ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৫টির কমেছে ২০১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টির ।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেনের বড় উত্থান দেখা গেছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৮৪ লাখ টাকার বেশি । সূচকের আদতে কোন পরিবর্তন এদিন দেখা যায়নি।

সারাদিন লেনদেনে অংশ নেয়া ২৯২ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩০টির ,দর কমেছে ১৪৩টির,দর অপরিবর্তিত আছে ১৯টির ।

দ্য রিপোর্ট/এএস/৬জুন ২০২১