এটাই হয়তো সর্বশেষ মন্ত্রিসভা বৈঠক : সচিব
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বর্তমান সরকার কাঠামোর মধ্যে সোমবার হয়তো সর্বশেষ মন্ত্রিসভা বৈঠক বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রিপরিষদের সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী বর্তমান ক্যাবিনেট কাঠামোতে হয়তো এটাই সর্বশেষ মন্ত্রিসভা বৈঠক।’
পদত্যাগপত্রগুলো তিনি এখনো দেখেননি জানিয়ে বলেন, ‘মোটামুটি সবাই পদত্যাগপত্র জমা দিয়েছেন। যারা আজ (সোমবার) দেননি তারা আগেই দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘পদত্যাগপত্র জমা দেওয়া সদস্যদের মধ্যে যারা সর্বদলীয় সরকারে থাকবেন তাদের আর নতুন করে শপথ নিতে হবে না। যারা থাকবেন না তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবেন প্রধানমন্ত্রী। সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় যারা নতুনভাবে আসবেন তারা শপথ নেবেন। তবে কবে নাগাদ পদত্যাগ কার্যকর ও নতুন মন্ত্রিসভা গঠিত হবে তা প্রধানমন্ত্রী জানাননি।’
এদিকে, ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন, ২০১৩’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, ‘এছাড়া বৈঠকে বাংলাদেশ হিজড়া জনগোষ্ঠীকে বিশেষ লিঙ্গ যথা হিজড়ালিঙ্গ হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে ‘পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৩’ এবং ‘বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিল আইন বাংলাদেশ, ২০১৩’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
(দিরিপোর্ট২৪/আরএমএম/এমসি/জেএম/নভেম্বর ১১, ২০১৩)