১১ জুন থেকে ইউরোপের জমজমাট লড়াই
দ্য রিপোর্ট ডেস্ক: এক বছর আগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্বকাপের পর সবচেয়ে জমজমাট ফুটবল টুর্নামেন্ট ইউরো কাপ চ্যাম্পিয়নশিপ। কিন্তু করোনার কারণে সেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এক বছর পিছিয়ে, ২০২১ সালে। এবারের ইউরোয় নির্দিষ্ট কোনো আয়োজক নেই। ১১টি শহরকে বাছাই করা হয়েছে স্বাগতিক ভেন্যু হিসেবে। যদিও সেমিফাইনাল এবং ফাইনালের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লন্ডনে।
আর মাত্র একদিন পরই শুরু হয়ে যাবে ইউরোপের জমজমাট লড়াই, ইউরো কাপ চ্যাম্পিয়নশিপ। ১১ জুন উদ্বোধনী দিনে মাঠে নামছে তুরস্ক এবং ইতালি। আয়োজক দেশ ইতালি। ভেন্যু রোমের স্টাডিও অলিম্পিকো।
দীর্ঘ একমাসের লড়াই শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ জুলাই, লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে। জাগোনিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো ইউরোর পূর্ণাঙ্গ সময়সূচি। সূচিতে উল্লিখিত সময় বাংলাদেশের সময়ানুযায়ী।
ইউরো কাপের গ্রুপিং
গ্রুপ ‘এ’ : ইতালি, সুইজারল্যান্ড, তুরস্ক এবং ওয়েলস
গ্রুপ ‘বি’ : বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং রাশিয়া
গ্রুপ ‘সি’ : অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, নর্থ মেসিডোনিয়া, ইউক্রেইন
গ্রুপ ‘ডি’: ক্রোশিয়া, চেক রিপাবলিক, ইংল্যান্ড, স্কটল্যান্ড
গ্রুপ ‘ই’ : পোল্যান্ড, স্লোভাকিয়া, স্পেন, সুইডেন
গ্রুপ ‘এফ’ : ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, পর্তুগাল
(দ্য রিপোর্ট/আরজেড/ ০৯ জুন, ২০২১)