২০ শতাংশ লভ্যাংশ দিচ্ছে ঢাকা ইন্স্যুরেন্স
দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড ।৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি এ ঘোষণা দিয়েছে। লভ্যাংশের পুরোটাই নগদ দেওয়া হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ০৬ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে (পুর্নমূল্যায়ন ছাড়া) ২০ টাকা ৯৮ পয়সা।
আগামী ১০ আগস্ট সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ জুলাই।
দ্য রিপোর্ট/এএস/২০জুন,২০২১