দ্য রিপোর্ট প্রতিবেদক:বেশ কিছুদিন ধরে উৎপাদন বন্ধ থাকা পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি রিংশাইন টেক্সটাইল পুনরায় উৎপাদনে যাচ্ছে। এর অংশ হিসেবে চূড়ান্ত উৎপাদনে যাওয়ার আগে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে কোম্পানিটি।কোম্পানিসূত্রে এ তথ্য জানা গেছে।  

 

 

 

 

এরই মধ্যে কোম্পানিটিরঅব্যবহৃত আইপিও ফান্ড হতে ৪০ কোটি টাকা ব্যবহারের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

অনুমোদিত অর্থ দিয়ে কোম্পানিটি কর্মচারিদের বেতন বাবদ ১৫ কোটি টাকা,প্রিমিয়ার ব্যাংকের লোন পরিষদ বাবদ ১০ কোটি,ঢাকা ব্যাংকের লোন পরিষদ বাবদ ৬ কোটি টাকা, তিতাস গ্যাসের বিল পরিষদ বাবদ ৩ কোটি ৫০ লাখ টাকা ,বেপজার বিল পরিশোধ বাবদ ৩ কোটি টাকা এবং বিবিধ খাতে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করবে বলে নির্দেশনা দেয় কমিশন।

রিং সাইনকে উৎপাদনে ফেরাতে প্রথম দফায় কোম্পানিটির পর্ষদ পূণ:গঠন করেছে কমিশন। এরপরে আইপিওর ফান্ড ব্যবহারে অনুমোদন ও ভূয়া প্লেসমেন্ট শেয়ার বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দ্য রিপোর্ট/এএস/১০ জুন ২০২১