দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে সিনহুয়ার।

শুক্রবার সকালে প্রদেশের খুজদার জেলায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি দ্রুত গতির সাথে মোড় নেয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন।

প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী বাসটি পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশের লারকানা জেলা থেকে খুজদার যাচ্ছিলো। বেলুচিস্তানের খুজদার জেলার খোরি নামক স্থানে মোড় নেয়ার সময় বাসটি উল্টে যায়। এতে বাসের ১৮ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ৩০ জন গুরুতর আহত হন।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, নিহতদের লাশ খুজদারের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১১ জুন, ২০২১)