দ্য রিপোর্ট প্রতিবেদক: গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং, ডর্মেটরি, হাসপাতাল, মেটার্নিটি সেন্টার এবং পরিবহনের ব্যবস্থা করার জন্য বাজেটে বরাদ্দ দাবী করেছে গার্মেন্টস শ্রমিকদের সংগঠন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়ােজিত গার্মেন্টস শ্রমিক লাল পতাকা প্রতিবাদ মিছিল হতে এ দাবী জানানাে হয়।

 

 

 

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক আমিন । এ সময় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা বলেন, ছয় লক্ষ টাকার বাজেটে দেশের ৮৩ শতাংশ মুদ্রা অর্জনকারী গার্মেন্টস শ্রমিকদের কোনো বরাদ্দ রাখা হয়নি। ফলে এ বাজেট দিয়ে শ্রমিকদের কোন ভাগ্য উন্নয়ন হবে না। বাজেটে রেশনিং ডরমেটরি হাসপাতাল মেটারনিটি সেন্টার পরিবহনের জন্য পুনরায় বরাদ্দের দাবি জানাচ্ছি আমরা। সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক আরিফা আক্তার , কেন্দ্রীয় নেতা সাফিয়া পারভিন , রফিকুল ইসলাম রফিক, নাসিমা আক্তার ও ইসরাত জাহান ইলা প্রমূখ । সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দ্য রিপোর্ট/এএস/১১জুন,২০২১