আংশিক উৎপাদনে রিংশাইন
দ্য রিপোর্ট প্রতিবেদক: ট্রায়াল উৎপাদন প্রক্রিয়া শেষে আংশিক উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারেরর তালিকার্ভূক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল মিলস লিমিটেডে। তিনটি ফেজে ট্রায়াল উৎপাদন শেষে রোববার থেকে কোম্পানিটি ২৫ শতাংশ উৎপাদন শুরুে করলো ।কোম্পানিসূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি উৎপাদন শুরু করায় কোম্পানিটি বন্ধ রাখার ঘোষণাটি আদতে আর বহাল থাকছে না । আজ থেকেই সে ঘোষণা প্রত্যাহার করা হয়েছে।
এর আগে কয়েক দফায় কোম্পানিটি বন্ধের মেয়াদ বাড়ানো হয়। করোনার কারণে প্রয়োজনীয় কাচামালের অপ্রতুলনা ও বিদেশি ক্রেতার সংখ্যা কমে যাওয়ার কারখানাটি বন্ধ রাখতে হয়ে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।
দ্য রিপোর্ট/এএস/১৩জুন ২০২১