মুন্নু ফেব্রিক্সের আয় কমেছে
দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মুন্নু ফেব্রিক্সের আয় কমেছে। কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে কোম্পানির আয় কমার বিষয়টি উঠে এসছে। কোম্পানিসূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক ০.০১ পয়সা যা গত বছর একই সময়ে আয় হয়েছিল ০.০২ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির আয় হয়েছে ০.০৪ পয়সা যা গত বছর একই সময়ে আয় হয়েছিল ০.০৬ পয়সা।
উল্লেখ্য, গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৩৪ পয়সা।
দ্য রিপোর্ট/এএস/১৩জুন ২০২১