ওটিসি থেকে মুল বাজারে চার কোম্পানি
দ্য রিপোর্ট প্রতিবেদক :ওভার দ্য কাউন্টার (ওটিসি) থেকে পুন:তালিকাভুক্তির মাধ্যমে মূল মার্কেটে ফিরেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত চার কোম্পানি- পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস এবং মুন্নু ফেব্রিকস।রোববার থেকে কোম্পানি চারটি শেয়ার লেনদেন মূল মার্কেটে শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে , মূল মার্কেটে কোম্পানিগুলোর ‘জেড’ ক্যাটাগরিভুক্ত হয়ে লেনদেন করবে। কোম্পানিগুলোর মধ্যে ডিএসইতে, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের ট্রেডিং কোড :”PAPERPROC” ও কোম্পানি কোড : ১৯৫০৬ , মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের ট্রেডিং কোড, “MONOSPOOL” ও কোম্পানি কোড হচ্ছে : ১৯৫০৫, তমিজউদ্দিন টেক্সটাইল মিলসের ট্রেডিং কোড : “TAMIJTEX” ও কোম্পানি কোড : ১৭৪১৯ এবং মুন্নু ফেব্রিকসের ট্রেডিং কোড : “MONNOFABR” ও কোম্পানি কোর্ড ১৭৪৩৯।
দ্য রিপোর্ট/এএস/১৩ জুন ২০২১