ক্ষমতায় এসেই জেরুজালেমে বিতর্কিত কর্মকাণ্ডের অনুমোদন বেনেটের
দ্য রিপোর্ট ডেস্ক: দখলদার ইসরায়েলে ক্ষমতায় এসেই বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়লেন কট্টর ডানপন্থী ইহুদিবাদি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে কট্টর ডানপন্থী যারা ফিলিস্তিনের ভূমি দখলে উন্মুখ হয়ে থাকে তাদেরকে পদযাত্রার অনুমতি দিয়েছেন বেনেট।
বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা হস্তান্তরের কয়েক ঘণ্টার মধ্যেই এমন বিতর্তিক কর্মকাণ্ডের অনুমোদন দিলেন তিনি। এর ফলে অধিকৃত অঞ্চলটিতে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বেনেটের এই অনুমোদনের ফলে বেশ কয়েকটি ডানপন্থী ইসরায়েলি দল প্রাচীন ওল্ড সিটির দামেস্ক গেটের কাছে এ পদযাত্রা করে। ওই এলাকায় অবস্থিত মুসলিম কোয়ার্টারে তথাকথিত ‘পতাকা মিছিল’ করে অঞ্চলটির শান্তি বিনষ্ট করবে এই ইহুদিবাদি দলগুলো।
তবে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে হামাসের পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে বলেও জানিয়েছে এই প্রতিরোধ সংগঠনের এক মুখপাত্র।
এদিকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়িহ ইহুদিবাদিদের এই পরিকল্পিত পদযাত্রাকে ‘মানুষকে উস্কানি দেয়ার কর্মতাণ্ড’ হিসাবে বর্ণনা করেছেন।
সূত্র : আলজাজিরা
(দ্য রিপোর্ট/আরজেড/ ১৫ জুন, ২০২১)