বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর “ঘনিষ্ঠ” সহযোগী আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার
দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আমিন ওরফে আরমান ভোলাকে পুলিশ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে। তবে সে ব্যক্তিকে ঘনিষ্ঠ নয় বলে আনীত অভিযোগ নাকচ করে দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, এই “ঘনিষ্ঠতা” মিডিয়ার সৃষ্টি।
গত রবিবার (১৩ জুন) রাতে আরমানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ দুই সহযোগীসহ দুটো দেশি আগ্নেয়াস্ত্র কব্জা করেছে। সোমবার (১৪ জুন) আরমানসহ ৩ অভিযুক্তকে আদালতে তোলা হলে ১১ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
তৃণমূল কংগ্রেসের দাবি, অধিকারী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে রাজনীতি থেকে জেলা প্রশাসনে ছিল আরমানের অবাধ যাতায়াত। কারখানার সামান্য শ্রমিক থেকে হলদিয়ার এই ‘বেতাজ বাদশা’র উত্থান।
শুভেন্দু এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। প্রত্যেক অভিযোগেরও সিবিআই তদন্তের দাবিও তোলেন তিনি।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১৫ জুন, ২০২১)