দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারহোল্ডার জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড।গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি এ লভ্যাংশ দেবে। লভ্যাংশের  ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ।ট্রাস্ট ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

 

 

 

সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৮০ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ১৭ পয়সা।

সর্বশেষ বছরে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি (Solo EPS) আয় হয়েছে ২ টাকা ৭৮ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ১৬ পয়সা।

উল্লেখ্য,১৪ জুনব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দ্য রিপোর্ট/এএস/১৫জুন ২০২১