গাজায় ফের ইসরাইলের হামলা
দ্য রিপোর্ট ডেস্ক: আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। জানানো হয়েছে, হামাসের অবস্থান লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। বুধবার ভোরে গাজা শহরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হামলার তথ্য প্রচার করলেও হতাহতের তথ্য নিশ্চিত করতে পারেনি।
হামলার একটি ভিডিও ইতোমধ্যে টুইটারে প্রকাশ পেয়েছে। হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।
আইডিএফ জানায়, গাজা থেকে আগুন বেলুন উৎক্ষেপণের পাল্টা পদক্ষেপ হিসেবে বিমান হামলা চালানো হচ্ছে। তাদের যুদ্ধবিমান খান ইউনুস ও গাজা শহরে হামাসের পরিচালিত সামরিক স্থাপনায় আঘাত করেছে।
ইসরাইলের দমকল সেবার দাবি, মঙ্গলবার গাজা থেকে উৎক্ষেপিত আগুন বেলুনে দক্ষিণ ইসরাইলের অন্তত ২০টি ফসল ক্ষেতে আগুন লেগেছে।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১৬ জুন, ২০২১)