চট্টগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরায় মো. সিয়াম (২) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। শনিবার সকালে এই ঘটনা ঘটে। মো. সিয়াম শাকপুরার ইউনিয়নের সৈয়দ নুরের পুত্র।
সৈয়দ নুরের নুর জানান, খেলারছলে তার শিশুপুত্র পানিতে নামলে আর উঠে আসতে পারে নি। তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে সিয়ামকে উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/কেএইচএস/জেএম/আরকে/মার্চ ২২, ২০১৪)