দেশে ফিরলেন জামাল-তপুরা
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল দল দেশে ফিরলে বিমানবন্দরে খুব একটা স্বস্তি নিয়ে ফেরে না। কাতারে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ৩ ম্যাচে এক পয়েন্ট পেলেও প্লে অফ এড়িয়ে সরাসরি বাছাইতে খেলার সুযোগ পেয়ে অনেকটা ফুরফুরে মেজাজে জামাল-তপুরা। কাতারে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে আজ বৃহস্পতিবার ভোরে ঢাকায় পৌঁছেছেন ফুটবলাররা।
জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, আমরা ফুটবলারদের যার যার ক্লাবে পাঠানোর ব্যবস্থা করেছি। ফেডারেশন থেকে ইতোমধ্যে ক্লাবকে কোয়ারেন্টিনের নির্দেশনা দেয়া হয়েছে। ক্লাব সেই মোতাবেক ব্যবস্থা নেবে।
জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে ঢাকায় ফিরেছেন দলের সঙ্গে। তিনি সাধারণত দেশের বাইরে খেলা থাকলে সেখান থেকে লন্ডন চলে যান৷ এবার ঢাকায় থাকবেন কিছুদিন। এর পর ছুটিতে লন্ডন যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে কাতারে তিনটি ম্যাচ খেলেছে। আফগানিস্তানের বিরুদ্ধে ড্র ও ভারত এবং ওমানের বিরুদ্ধে হেরেছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৭ জুন, ২০২১)