খুলনায় করোনা শনাক্তের হার সাড়ে ৩৯ শতাংশ
দ্য রিপোর্ট প্রতিবেদক: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) পিসিআর ল্যাবে বৃহস্পতিবার রাতের পরীক্ষায় ২২২ জনের করোনা পজেটিভ এসেছে। যা নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৯.৫০ শতাংশ।
আজ (শুক্রবার ) সকালে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপাধ্যক্ষ জানান, খুমেকের পিসিআর মেশিনে ৫৬২ জনের নমুনা পরীক্ষায় ২২২ জনের করোনা পজেটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩৯২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া বাগেরহাট ৪২ জন, যশোরের ১৪ জন, সাতক্ষীরার ৭ জন, ঝিনাইদহের একজন, নড়াইলের ৫ জন, পিরোজপুর একজন ও বরিশালের একজন রয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৭ জুন, ২০২১)