ফটিকছড়িতে ৬৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, শঙ্কিত ভোটাররা
চট্টগ্রাম অফিস : রবিবার চতুর্থ দফা উপজেলা নির্বাচনে ফটিকছড়িতে ভোটগ্রহণ করা হবে। ফটিকছড়ির ১৩৩ ভোটকেন্দ্রের মধ্যে ৬৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এদিকে সুষ্ঠু নির্বাচন হবে কি না তা নিয়ে শঙ্কিত সাধারণ ভোটাররা। ভোটকেন্দ্র দখল, জালভোট প্রদানসহ কেন্দ্রে যেতে বাধার সম্মুখীন হতে পারেন- এমন আশঙ্কায় রয়েছেন উপজেলার অনেক ভোটার।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান ভূঁইয়া বলেন, ‘ফটিকছড়ি থানার অন্তর্গত ৮৪ কেন্দ্রের মধ্যে ৪৭টিকে অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সব কেন্দ্রে বিশেষভাবে নিরাপত্তা প্রদান করা হবে।’
উপজেলার ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘আমার থানার অন্তর্গত ৪৯ কেন্দ্রের মধ্যে ২১ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. নজরুল ইসলাম বলেন, ‘বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যউপাত্ত, আগের নির্বাচনগুলোর সময়কার পরিস্থিতি এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিচার-বিশ্লেষণ করে কেন্দ্রের নিরাপত্তা ছক ও তালিকা তৈরি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন সেই লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, নির্বাচনে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে চারজন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন, মহিলা ভাইস চেয়াম্যান পদে চারজন।
(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/এএইচ/মার্চ ২২, ২০১৪)