শিবগঞ্জে বাসের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
দ্য রিপোর্ট প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে বাসের চাপায় বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার তিনজন নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন আরও চারজন।
আজ শনিবার (১৯ জুন) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার মহাস্থানের হাতীবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার জুমারবাড়ি এলাকার আশরাফ (৫০), তার স্ত্রী পারুল (৪৫) এবং তাদের দেড় মাস বয়সী নাতনি (মেয়ের মেয়ে)।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেনজির ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা বলেন, শিবগঞ্জের মহাস্থানগড় এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের হাতীবান্ধায় রংপুরগামী আহসান পরিবহনের একটি বাস বগুড়াগামী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফ ও তার স্ত্রী পারুল নিহত হন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের দেড় মাস বয়সী নাতনি মারা যায়। এ সময় আরও চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৯ জুন, ২০২১)