শ্রীময়ীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে কাঞ্চন, পুলিশের দ্বারস্থ স্ত্রী
দ্য রিপোর্ট ডেস্ক: পশ্চিমবঙ্গের উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায়।
এবার স্বামী এবং শ্রীময়ীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।
গেলো শনিবার রাতে নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, গত শনিবার রাতে তার গাড়ি আটকে হুমকি দেন কাঞ্চন ও তার ‘প্রেমিকা’ শ্রীময়ী। ঘটনায় ভয় পেয়ে যায় তার সন্তানও। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সেদিন রাতে নাকি চেতলার সবুজ বাগান লেনে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কথা বলতে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সেখানেই বচসায় জড়ান তারা, যা গড়ায় থানা পর্যন্ত।
বিষয়টি নিয়ে শ্রীময়ী বলেন, সময় কথা বলবে। সত্যি সামনে আসবে।
বলে রাখা ভালো, কিছু দিন ধরেই কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক নিয়ে উত্তাল টালিউডপাড়া। এও শোনা যাচ্ছে শ্রীময়ীর সঙ্গে নাকি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন।
(দ্য রিপোর্ট/আরজেড/২০ জুন, ২০২১)