দ্য রিপোর্ট প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার হঠাৎ অসুস্থ হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২০ জুন) তার ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, গতকাল রাতে স্যারের হঠাৎ জ্বর আসে। রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হলে তখনই আইসিইউতে নেয়া হয়। পরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন।

নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার লেখক হিসেবেও সব মহলে বেশ পরিচিত। কবিতা এবং উপন্যাসসহ এখন পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৪৪টি। শিশুসাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।

২০১৭ সালের (১৫ ফেব্রুয়ারি) বিএনপির তালিকা থেকে নির্বাচন কমিশনার হওয়া মাহবুব তালুকদার, কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কর্তৃক নিয়োগ পান।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ জুন, ২০২১)