৫৪ বছরেও মোহময়ী মাধুরী!
দ্য রিপোর্ট ডেস্ক: মাধুরী দীক্ষিত; বলিউডের এভারগ্রিন অভিনেত্রী। আশির দশকে শুরু হয়েছিলো তার ক্যারিয়ার। এখনো নিয়মিত কাজ করে যাচ্ছেন এই গুণী অভিনেত্রী। হাসি, রূপ-লাবণ্য আর শরীরী আবেদনে এখনো তিনি তরুণ।
মাধুরীর জন্ম ১৯৬৭ সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স ৫৪ বছর। এই বয়সে সাধারণ নারীরা বৃদ্ধ হয়ে যান। চলাফেরা করাও অনেকের পক্ষে কঠিন হয়ে পড়ে। অথচ এই বয়সে এখনো মোহময়ী মাধুরী। তার রূপে যেন এখনো ঝরছে আগুন!
২২ জুন, মঙ্গলবার বিকালে ফেসবুকে দুটো ছবি শেয়ার করেন মাধুরী। তাতে দেখা যায়, দামি লেহেঙ্গা পরে আছেন তিনি। তার সাজসজ্জা, আর স্কার্টের সীমানা ছুঁয়ে বক্ষ বিভাজিকা; সব মিলিয়ে ভক্তদের হৃদয়ে ঝড় তোলার মতো অবয়ব।
ছবিগুলো আপলোডের পর মাত্র ৫০ মিনিটেই ৫৬ হাজারের বেশি রিএকশন পড়েছে। এসেছে প্রায় দেড় হাজার মন্তব্য। বলাই বাহুল্য, এখনো ভক্তদের কাছে মাধুরীর আবেদন ফুরিয়ে যায়নি।
প্রসংত, মাধুরী দীক্ষিতকে সর্বশেষ দেখা গেছে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘টোটাল ধামাল’ এবং ‘কলঙ্ক’ সিনেমা দুটিতে।
(দ্য রিপোর্ট/আরজেড/ ২৩ জুন, ২০২১)