চুয়াডাঙ্গায় একদিনে শতভাগ করোনাভাইরাস শনাক্ত
দ্য রিপোর্ট প্রতিবেদক: চুয়াডাঙ্গায় একদিনে ৪১টি নমুনা পরীক্ষায় ৪১ জনেরই করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার শতভাগ। একই সময়ে করোনায় আরও ২ জন মারা গেছে।
বৃহস্পতিবার (২৪ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৯ জন, দামুড়হুদা উপজেলায় ১ জন, আলমডাঙ্গা উপজেলায় ৭ জন এবং জীবননগর উপজেলায় ১৪ জন। মৃত ২ জনের মধ্যে ১ জন জীবননগর উপজেলার বাঁকা গ্রামের আব্দুস সোবহান এবং দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের রুহুল আমীন।
এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৮৩৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৯ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯ জন। মারা গেছেন ৯১ জন। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৬৯৭ জন। এর মধ্যে হোম আইসোলেশন আছেন ৬৩৩ জন। হাসপাতালে ভর্তি আছেন ৬১ জন এবং রেফার আছেন ৩ জন।
(দ্য রিপোর্ট/আরজেড/ ২৪ জুন, ২০২১)