দ্য রিপোর্ট প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকার চক মোগলটুলির তাজমহল টাওয়ারে সম্প্রতি ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) উদ্বোধন করেছে। ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ সিআরএম উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমান ও চক মোগলটুলি শাখাপ্রধান এ.কে.এম মাহবুব মোরশেদসহ নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সিআরএম এর মাধ্যমে নগদ জমা ও উত্তোলন, যেকোন ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল প্রদান, মোবাইল রিচার্জ, বিভিন্ন সেবা সংস্থার বিল প্রদান, এমক্যাশ থেকে ক্যাশ আউট, ক্যাশ বাই কোড সুবিধা, চেক বই ও স্টপ পেমেন্টের আবেদন, টাকা উত্তোলনের জন্য পজিটিভ-পে ও সাতদিনের নোটিশ প্রদান করা যাবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৪ জুন, ২০২১)