মিরপুরে দেখা মিলল আশরাফুল ঝড়
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) টি-টোয়েন্টিতে আবাহনী লিমিটেডের বিপক্ষে জয় তুলেছে শেখ জামালের ধানমন্ডি ক্লাব। দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে ম্যাচের নায়ক হয়েছেন মোহাম্মদ আশরাফুল।
বৃহস্পতিবার (২৪ জুন) সুপার লিগের ম্যাচে ছয় উইকেটে জয় পায় শেখ জামাল।
মিরপুরে টস জেতার পর ব্যাট করতে নামে আবাহনী। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান তুলে মোসাদ্দেক হোসেন সৈকত নেতৃত্বাধীন দলটি।
২৮ বলে ৪২ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নাঈম। ৫১ বলে লিটন দাসের ব্যাট থেকে আসে ৭০ রান। অন্যদিকে শেখ জামালের জার্সিতে দুটি করে উইকেট তুলেন জিয়াউর রহমান ও মিনহাজুল আবেদীন আফ্রিদি।
জবাবেব ওপেন করতে নেমে ৪৮ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন আশরাফুল। শেখ জামালের অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৮টি চার ও দুটি ছক্কায় ইনিংসটি সাজান।
২২ বলে ৩৬ রানের ইনিংস খেলেন নাসির হোসেন। সমান বলে সমান রান তুলেন নুরুল হক সোহানও।
আশরাফুলের সঙ্গে শেষ পর্যন্ত ৯ বলে ২২ রান করে ক্রিজে ছিলেন জিয়াউর রহামন। এতে ৯ বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় দলটি।
আবাহনীর বোলারদের মধ্যে একটি করে উইকেট লাভ করেন মোহাম্মদ সাইফ উদ্দিন, আরাফাত সানি, তানজিম হাসান সাকিব ও আমিনুল ইসলাম।
(দ্য রিপোর্ট/আরজেড/ ২৪ জুন, ২০২১)