দ্য রিপোর্ট ডেস্ক: রাষ্ট্রপতির গাড়িবহর যাবে তাই রাস্তা আটকে রাখল পুলিশ। আর আমজনতার জন্য এভাবে রাস্তা বন্ধ করে রাখায় হাসপাতালে পৌঁছতে না পেরে গাড়িতেই ছটফট করে মারা গেলেন এক নারী। ঘটনা আমাদেরই প্রতিবেশী দেশ ভারতের।

দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের গাড়িবহরের জন্য রাস্তা বন্ধ করে রাখায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। অথচ এই ঘটনার একদিন আগেই শুক্রবার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রামনাথ কোবিন্দ আমজনতার মত স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করেছেন। সেই ছবি দেখে দেখে ভারতীয়রা রাষ্ট্রপতির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন।

কিন্তু পরদিনই শনিবার কানপুর স্টেশন থেকে প্রেসিডেন্টের গাড়িবহরের জন্য ঘটলো এই প্রাণহানী। হাসপাতালে পৌঁছতে না পেরে গাড়িতেই প্রাণ গেলে ভারতের কানপুরের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের মহিলা শাখার সভাপতি বন্দনা মিশ্রর।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত এপ্রিলে কোভিডে আক্রাম্ত হয়েছিলেন বন্দনা। কিন্তু, কোভিড পরবর্তী সমস্যার চিকিৎসার জন্য তাকে নিয়মিত হাসপাতালে যেতে হত। শনিবারও বাড়ির লোকেরা স্থানীয় মিশন হাসপাতালে বন্দনাকে নেয়ার জন্য বের হয়েছিলেন।

কিন্তু, রাস্তায় তারা আটকে পড়েন রাষ্ট্রপতির জন্য রাস্তা বন্ধ থাকায়। তাদের জানানো হয়, প্রেসিডেন্ট এই রাস্তা দিয়ে যাবেন তাই রাস্তা বন্ধ করা হয়েছে। বন্দনা মিশ্রর পরিজনেরা রোগীর অবস্থার কথা বলে একটু ছাড় পাবার আকুতি জানান। কিন্তু, পাছে একটি গাড়ির জন্যে প্রেসিডেন্টের নিরাপত্তা বিঘ্নিত হয় তাই পুলিশের বীরপুরুষেরা কোনো গাড়িকেই ছাড়েনি।

ফলশ্রুতিতে গাড়ির মধ্যেই ছটফট করতে করতে প্রাণ হারান বন্দনা মিশ্র- এমনটাই দাবি পরিবারের। এদিকে নিরাপদে গন্তব্যে পৌঁছে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এই ঘটনার কথা জানতে পেরে ক্ষুব্ধ হন। তিনি মৃত বন্দনা মিশ্রর পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন। জেলা প্রশাসক আলোক তিওয়ারি এবং পুলিশ কমিশনার অসীম অরুণকে ঘটনার তদন্ত করে রিপোর্ট দিতে বলেছেন।

এ বিষয়ে বন্দনার এক আত্মীয় বলেন, রিপোর্ট তো আসবেই। তদন্তে কাউকে কাঠগড়ায় দাঁড় করিয়ে শাস্তিও দেয়া হবে। কিন্তু তাতে কি বন্দনা প্রাণ ফিরে পাবে?

দেশের সাধারণ মানুষের অভিমত, সবার মনে দগদগে হয়ে থাকবে এই স্মৃতিই যে- এক প্রেসিডেন্টের সফরের জন্যে প্রাণ গিয়েছিল কারো মা বা কারো স্ত্রী অথবা একজন নারীর।

সূত্র : টিওআই

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৭ জুন, ২০২১)