আগামী ৩ দিন আগের মতোই চলবে ব্যাংক
দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকার ঘোষিত নতুন লকডাউনের মধ্যে আগের মতোই সীমিত পরিসরে আগামী তিন দিন (৩০ জুন পর্যন্ত) ব্যাংক লেনদেন চলবে বলে জানা গেছে। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক লেনদেন হবে। আর ব্যাংকের অন্যান্য আনুষঙ্গিক কাজ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আগামী তিন দিন ব্যাংকিং কার্যক্রম চলবে আগের নিয়মেই। এখন জুন ক্লোজিং চলছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশনা হতে পারে।’
তিনি আরও বলেন, ‘এ সময়ে ব্যাংকের প্রতিটি কর্মীদের নিজ নিজ ব্যবস্থাপনায় ব্যাংকে আনা-নেয়ার নির্দেশনা দেবো। যাতে কোনো কর্মী রাস্তায় কোনো বাধার সম্মুখীন না হন।’
(দ্য রিপোর্ট/আরজেড/ ২৭ জুন, ২০২১)