দ্য রিপোর্ট প্রতিবেদক: বীমা খাতের পর বস্ত্র খাতে যেন জুজু ভর করেছে। কোন কারণ ছাড়াই বাড়ছে এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম। ডিএসইতে গত ৩০ মে নিউ লাইন ক্লোথিংসের শেয়ার দর ছিল ১৯ টাকা ৭০ পয়সা । ২৮ জুন কোম্পানিটির শেয়ার দর দাড়ায় ৩০ টাকা ৬০ পয়সায়। 

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করে কোম্পাটিকে দর বৃদ্ধির কারণ জানাতে নোটিশ পাঠায়ডিএসই । জবাবে কোম্পানিটি জানায় -নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। অর্থ্যাৎ কোন কারণ ছাড়াই বাড়ছে কোম্পানিটির শেয়ারের দর ।