গজনি দখলে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ
দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তানের গজনি প্রদেশে হামলা চালিয়েছে তালেবান যোদ্ধারা। শহরটি নিয়ন্ত্রণ নিতে সেখানকার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় তাদের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, মঙ্গলবার গজনি প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তালেবান গোষ্ঠী। সেখানে উভয়পক্ষের মধ্যে কিছুক্ষণ লড়াই চলে। আফগানিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রদেশটি পুনরুদ্ধারে আফগান বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গজনির প্রাদেশিক কাউন্সিল মেম্বার বলেন, এখানকার পরিস্থিতি আলাদা। আফগান বাহিনীর প্রচেষ্টায় হারানো জায়গা আবারও ফিরে পাচ্ছে’।
মঙ্গলবারের সংঘাত শেখ আজালের নিরাপত্তা চৌকির কাছাকাছি ঘটে। এতে শহরের অনেক দোকানপাট বন্ধ করে পালিয়ে যান ব্যবসায়ীরা।
আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া যখন চলছে তখনই তালেবানরা নিজেদের শক্তির জানান দিচ্ছে। একের পর এক শহর, সীমান্ত দখল করে নিচ্ছে তারা।
(দ্য রিপোর্ট/আরজেড/ ৩০ জুন, ২০২১)